নয়াদিল্লি: বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে ভারতকে সবরকম সাহায্য করবে মিয়ানমার। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইকে আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন।
রঞ্জন মাথাইয়ের মিয়ানমার সফরকালে এ আশ্বাস দেন উন্না মং লুইন। এ সফরে মাথাই মিয়ানমারের ‘বিদ্রোহী নেত্রী’ অং সাং সুচির সঙ্গেও দেখা করেন।
সাক্ষাতে সুচি এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বৌদ্ধ ধর্মালবম্বীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবি জানান। এসময় পররাষ্ট্র সচিব বৌদ্ধমন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান।
তিনি আরো জানান, তীর্থযাত্রীদের নিরাপদ ও শান্তির ক্ষেত্র এই মন্দির রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে ঘটনার তদন্ত চলছে। যাবতীয় তথ্য মিয়ানমার সরকারকে জানানো হবে। যাতে ভবিষ্যতে এই বিষয়ে মায়ানমার সাহায্য করতে পারে।
এদিকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। জঙ্গি মোকাবিলায় দুই দেশের নিবিড় সহযোগিতার প্রয়োজন আছে বলে তিনি মন্তব্য করেন। ঘটনার নেপথ্যে মিয়ানমারের রোহিঙ্গাদের একাংশের হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে নেই।
ওই ঘটনায় আহতরা আপাতত বিপদমুক্ত বলে জানা যায়। তাদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/আরআর