ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাদারহুড প্রধান বদিইকে গ্রেফতারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জুলাই ১০, ২০১৩
ব্রাদারহুড প্রধান বদিইকে গ্রেফতারের নির্দেশ

ঢাকা: সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বদিইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে মিশরের সেনা কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় সময় দুপুরে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকারি কৌঁসুলির কার্যালয়।



গ্রেফতারি পরোয়ানার অভিযোগে বলা হয়েছে, সোমবার রিপাবলিকান গার্ড সদরদপ্তরের বাইরে সহিংসতায় ৫৫ জনের প্রাণহানির ঘটনায় উস্কানি দিয়েছেন বদিই।

দলের প্রধানের সঙ্গে শীর্ষ নেতা মাহমুদ এজাত এবং জাস্টিস পার্টির নেতা এসাম এল-এরিয়ান ও মোহাম্মদ এল-বেলতাগির বিরুদ্ধেও এ আটকাদেশ প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকার প্রধান আদলি মনসুরের জারি করা নির্বাচনী অধ্যাদেশ প্রত্যাখ্যান করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে স্বপদে বহাল করার জন্য গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ব্রাদারহুড সমর্থকরা।

গত সপ্তাহের বুধবার গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মুরসি। মুরসির স্থলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আদলি মনসুরকে স্থলাভিষিক্ত করা হয়।

তবে মুরসির ক্ষমতাচ্যুতিকে প্রত্যাখ্যান করে তাকে স্বপদে বহালের জন্য বিক্ষোভ করতে তাকে মুসলিম ব্রাদারহুড ও মুরসি সমর্থকরা। কিন্তু গত সোমবার রিপাবলিকান গার্ড সদরদপ্তরের কাছে সেনাবাহিনীর গুলিতে ৫৩ জন নিহত হওয়ার পর মিশরজুড়ে ‘গণজাগরণের ডাক’ দেয় এক সময়ের নিষিদ্ধঘোষিত দলটি।

ওই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার প্রধান আদলি মনসুর। তবে যে কোনো ধরনের সহিংসতার পথ পরিহার করতে বিক্ষোভকারীদের ‘সতর্কবাণী’ দেয় সেনাবাহিনী।

এর মধ্যে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে উদারপন্থি নেতা ও সাবেক অর্থমন্ত্রী হাজেম এল-বেবলায়িকে নিয়োগ দেয় সেনা কর্তৃপক্ষ।

কিন্তু নতুন নির্বাচন সম্পন্ন করতে এসব গৃহীত পদক্ষেপ প্রত্যাখ্যান করে মুরসিকে স্বপদে বহালের দাবিতেই অনড় রয়েছে ব্রাদারহুড।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।