ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের প্রথম নারী বিশ্ববিদ্যালয় রায়বরেলিতে

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, জুলাই ১২, ২০১৩

নয়াদিল্লি: রায়বরেলিতে ভারতের প্রথম নারী বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে নয়াদিল্লি।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলির এ বিশ্ববিদ্যালয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের নারী শিক্ষার্থী উচ্চ-শিক্ষা ও গবেষণা করতে পারবেন বলে জানিয়েছে।



সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে। ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত এ প্রকল্প রূপায়ণে খরচ পড়বে ৫০০ কোটি টাকা।

নারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজীব গান্ধীর নামে একটি বিমান প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তোলারও অনুমোদন করেছে নয়াদিল্লি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।