ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাক প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তারক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ১০, ২০১৩
পাক প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তারক্ষী নিহত

ঢাকা: বোমা হামলায় পাকিস্তানের প্রেসিডেন্ট আলী আসিফ জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার করাচিতে এই আত্মঘাতী হামলা চালানো হয়।

এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন।

পুলিশ কর্মকর্তা উসামা বাজওয়া জানান, প্রেসিডেন্টে নিরাপত্তা প্রধান বিলাল শেখসহ কমপক্ষে তিনজন সন্দেহভাজন আত্মঘাতী হামলায় নিহত হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানান, বিলাল তার দল পিপিপি’র জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সে পিপিপির একজন একনিষ্ঠ কর্মী ছিল। প্রকৃতপক্ষে বেলাল আমার কাছে শুধুমাত্র নিরাপত্তা কর্মকর্তার ছিল না, সে ছিল আমার ছেলের মতো।

২০০৭ সালের ১৮ অক্টোবর হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর থেকে জারদারির নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বিলাল।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।