ঢাকা: বিশ্ব মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা চিকিৎসা সেবায় সাড়া দিচ্ছেন, তবে তার শারীরিক অবস্থা ‘এখনও সংকটাপন্ন এবং স্থিতিশীল’।
হাসপাতালে বিশ্ব শান্তি আন্দোলনের এই পুরোধাকে দেখে এসে বুধবার সংবাদ মাধ্যমকে এমন খবরই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
সাবেক প্রেসিডেন্টকে বংশগত নামে সম্বোধন করে জুমা বলেন, “মাদিবা চিকিৎসা সেবায় সাড়া দেওয়ায় আমরা উৎসাহিত হচ্ছি। ”
তবে এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে নিবিড় চিকিৎসা সেবা দেওয়ার পরও ৯৪ বছর বয়সী ম্যান্ডেলার অবস্থা ‘এখনও সংকটাপন্ন এবং স্থিতিশীল’ বলে জানান জুমা।
ম্যান্ডেলা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এ জন্য জনগণকে প্রার্থনা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এর আগে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার আন্দোলনের নেতার ভাতিজা রাজা বুয়েলেখায়া দালিন্দেবো ম্যান্ডেলার সঙ্গে দেখা করে এসে জানান, “তিনি কথা বলতে পারেন না, কিন্তু তিনি আমাকে চিনতে পেরেছেন বলে তার চোখ নাড়াচাড়াসহ অঙ্গভঙ্গিতে বোঝা গেছে। ”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা গত ৮ জুন ফের ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলে তাকে প্রিটোরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com