নয়াদিল্লি: আবার ভারতের শিলিগুড়িতে বার্ড-ফ্লু’র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশের দেশ নেপালে বার্ড-ফ্লু ধরা পড়ার পর শিলিগুড়িতে হাই অ্যালার্ট জারি করা হয়।
এ জন্য নেপাল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে, বন্ধ করে দেওয়া হয়েছে নেপাল সীমান্ত; যাতে করে নেপাল থেকে মুরগি বহনকারী কোনো গাড়ি শিলিগুড়িতে ঢুকতে না পারে।
শিলিগুড়ির মহকুমা শাসক রচনা ভগত জানান, শুক্রবার ভারত সরকারের কাছে নেপালে বার্ড ফ্লু ছড়ানোর খবর আসে। এরপরই শনিবার এসএসবিকে খবর পাঠানো হয়। তবে শিলিগুড়িতে আতঙ্কের কোনো কারণ নেই। ইতোমধ্যেই সীমান্ত এলাকার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।
তাদের বলা হয়েছে, নজর রাখার জন্য যাতে করে নদী পার করে কোনোভাবেই যেন একটা মুরগিও শহরে ঢুকতে না পারে। বন দফতরকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিলিগুড়িতে মুরগি ব্যবসায় এখন অবধি কোনো সমস্যা হয়নি।
তারপরও ব্যবসায়ীরা এ খবরে বেশ আতঙ্কিত।
মুরগি বিক্রেতা তপন পাল বলেন, “আগে অনেক সময়ই নেপাল থেকে মুরগি আসতো। এখন আসা বন্ধ হয়ে গেছে। বার্ড ফ্লুর খবর ছড়িয়ে পড়লেই ব্যবসায় বাধা পড়বে। তাই, নেপালের ঘটনা শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম। ”
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর