ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ১১, ২০১৩
অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!

ঢাকা: বয়স মাত্র এক বছর। মোবাইল সেটটা ঠিকমতো হাতে ধরে রাখতে পারার কথাও নয়।

কিন্তু প্রযুক্তি একবিংশ শতাব্দীর শিশুদের এতোটাই এগিয়ে নিচ্ছে যে অনলাইনে গাড়িই কিনে ফেললো যুক্তরাষ্ট্রের এক বছর বয়সী এক শিশু!

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে বাসিন্দা পল স্ট্যাউট ও ক্রিস্টেন স্ট্যাউটের এক বছরের শিশু মেয়ে সোরেলা। সারাক্ষণই বাবার স্মার্টফোন নিয়ে মগ্ন থাকে।

একদিন ‘২২৫ ডলার মূল্যের একটি ১৯৬২ অস্টিন হিলে স্পিরিট মডেলের গাড়ির মালিক হয়েছেন’ বলে নোটিশ পান পল।

আগে থেকে এ রকমের একটি গাড়ি কেনার চিন্তায় থাকা পল এই খুশির নোটিশে আনন্দে আত্মহারা হলেও ভেবে পান না কিভাবে এটি সম্ভব হলো! কারণ, তিনি যে গাড়ি ক্রয়ের কোনো লেনদেন অনলাইন বা অফলাইনে সম্পন্ন করেননি। তাহলে?

কৌতুহল অনুযায়ী ক্রয়ের সূত্র ঘেঁটে তিনি জানতে পারেন, তার স্মার্টফোন নিয়ে সারাক্ষণ খেলায় ব্যস্ত থাকা পিচ্চি মেয়েটাই ই-বে অ্যাপ্লিকেশনে লগইন করে গাড়ি ক্রয় করে ফেলেছে।

উল্লেখ্য, ই-বে অ্যাপ্লিকেশনে খুব সহজে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়।

পল হাস্যোল্লাসে বলেন, “ভাগ্যিস, সে ৩৮ হাজার ডলার মূল্যের পোরশে গাড়ি কিনে ফেলেনি!”

ই-বে’র এই ভুলকে স্মরণীয় উপহার হিসেবে দেখছেন পল ও ক্রিস্টিনা দম্পতি।

এর মধ্যে পল অবশ্য ঠিক করে রেখেছেন মেয়ের ১৬তম জন্মবার্ষিকীতে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী শেষে গাড়ি উপহার দেবেন।

একই সঙ্গে মোবাইল সেটে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিয়েছেন এবং সেট থেকে সব ধরনের অ্যাপ্লিকেশন মুছে ফেলেছেন যাতে এ ধরনের অপ্রত্যাশিত ক্রয়-বিক্রয়ের ঘটনা না ঘটে যায়।

ক্রিস্টিনা হেসে বলেন, “এটা যেন আর কখনো না হয়। ”

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।