নয়াদিল্লি: ভারতের রাজধানীতে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। দক্ষিণ দিল্লির দ্বারকায় নিজের বাড়িতে তিন প্রতিবেশীর গণধর্ষণের শিকার হলেন এক তরুণী।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে দ্বারকার ১৬ নম্বর সেক্টরের একটি বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিন বাড়িতে একাই ছিলেন ২৬ বছর বয়েসী ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল তার।
প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটির পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী ও তার স্বামী।
এর বদলা নিতেই সেদিন তরুণীর বাড়িতে চড়াও হয়েছিলেন ওই তিন প্রতিবেশী।
মিটমাট করতে সে দিন রাতে তরুণীকে ডেকে পাঠিয়েছিলেন প্রতিবেশী মুখরাম। খানিকক্ষণ পর মুখরাম তার দুই সঙ্গী কাশমিম ও নাসিমকে নিয়ে তরুণীর বাড়িতে ঢোকেন।
প্রথমে তারা তরুণীর শ্লীলতাহানি করতে গেলে তরুণী প্রচণ্ড বাধা দেয়। এরপর তিনজনে মিলে তাকে গণধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যান।
এদিকে, ১৬ ডিসেম্বর প্যারামেডিকেল ছাত্রী গণধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে প্রথম রায় ঘোষণা হতে চলেছে ২৫ জুলাই। দিল্লির একটি আদালত এ রায় দেবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হবে তিন বছরের জেল।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর