ঢাকা: প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গঠন করতে যাওয়া অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ব্রাদারহুড সদস্যও প্রতিনিধিত্ব করতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলায়ি।
ফ্রান্সের প্রখ্যাত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রাজনৈতিক দলের দিকে তাকাই না...(ব্রাদারহুডের) ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি কারও নাম আসলে তিনি যদি যোগ্য হন তাহলে তাকেও মন্ত্রিসভার জন্য বিবেচনা করা হতে পারে।
গত মঙ্গলবার নিয়োগ পাওয়া উদারপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত বেবলায়ি বলেন, “আগামী সরকার গঠনের ক্ষেত্রে আমি দু’টো মানদণ্ড ধরেছি। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা। ”
এর আগে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মনসুরের একজন উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেবলায়ি মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য প্রস্তাব দেবেন।
অবশ্য এই ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এখন পর্যন্ত মুরসিকে স্বপদে বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড।
উল্লেখ্য, গত ৩ জুন গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মুরসি। মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে মিশরজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি লোক নিহত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।
এ দিকে, গত সোমবারের সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বদিইসহ দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকারি কৌঁসুলির কার্যালয়।
অবশ্য, এখন পর্যন্ত গ্রেফতার হননি ব্রাদারহুড নেতারা। তবে, বিশ্লেষকরা বলছেন এক সময়ের নিষিদ্ধঘোষিত দলটির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হওয়ার বিপরীতে উল্টো অশান্ত হয়ে উঠবে।
বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com