ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুলাই ১১, ২০১৩
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সুড়ঙ্গ তৈরি করবে চীন

ঢাকা: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সুড়ঙ্গ তৈরি করতে যাচ্ছে চীন। ৭৬.৪ মাইল দৈর্ঘ্যের এ সুড়ঙ্গ পেছনে ফেলে দেবে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সুড়ঙ্গ জাপানের সেইকানকে, যার দৈর্ঘ্য ৩৩.৪৬ মাইল।

এজন্য চীন বিনিয়োগ করবে ২৮ বিলিয়ন পাউন্ড।

দীর্ঘতম এ সমুদ্র সুড়ঙ্গের পরিকল্পনার প্রস্তাব প্রথম দেয়া হয়েছিলো ১১৯৪ সালে। পরিকল্পনায় ছিলো উত্তর-পশ্চিমের লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দালিয়ান থেকে পূর্ব শানদংয়ের ইয়ানতাই শহর পর্যন্ত সমুদ্র সুড়ঙ্গ করা হবে।

তবে চায়না ইকোনোমিক নেট ওয়েবসাইটের দেয়া রিপোর্টে জানানো হয়নি কবে নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হবে।

১৯৯৪ সালে চায়না এ সুড়ঙ্গ তৈরির ঘোষণা দিয়েছিলো। তখন এর ব্যয়ভার ধরা হয়েছিলো আনুমানিক ৬.৬ বিলিয়ন পাউন্ড। এবং এর নির্মাণ কাজ ২০১০ সালের আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু প্রায় ২০ বছর ধরে সুড়ঙ্গের বাস্তবায়ন শুধু পরিকল্পনার স্তরেই সীমাবদ্ধ থাকে।

স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ সুড়ঙ্গ দুই প্রদেশের মধ্যের ৬২০ মাইল দূরত্ব কমিয়ে আনবে।
চায়না ইকোনোমিক নেট ওয়েবসাইটের রিপোর্টে চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য ওয়াং মেংশু জানিয়েছেন, ১২ বছরে এর সম্পূর্ণ ব্যয়ভার উঠে আসবে। এ সুড়ঙ্গ থেকে প্রতি বছর আনুমানিক ২ বিলিয়ন পাউন্ড বাজস্ব আয় হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।