ঢাকা: মিশরের উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। মুরসিকে পুনরায় ক্ষমতায় বসানোর দাবিতে তার সর্মথকরা কায়রোর সামরিক সেনাছাউনির কাছে আন্দোলন করছেন।
মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বিবৃতি দিল দলটি।
মুরসির পতনের পর সহিংসতায় ৫০ জনের বেশি নিহত হয়েছে।
দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com