নয়াদিল্লি: নির্বিঘ্নে শেষ হল পশ্চিমবঙ্গের পাঁচ দফার বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
এদিন রাজ্যের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এ তিনটি জেলায় প্রথম দফায় ভোট পড়েছে ৬৭ শতাংশ। তবে এবারে জঙ্গলমহলে আতঙ্কের বদলে ভোট পর্ব ছিল উৎসবমুখর।
বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এ তিন জেলার একটি বড় অংশ জঙ্গলমহলের অন্তর্গত। এর মধ্যে অনেক এলাকাই মাওবাদী প্রভাবিত। এর আগে একাধিক ভোটে দেখা গিয়েছে জঙ্গলমহলের বিভিন্ন বুথে ভোটারদের কোনো লাইন নেই। অনেক মানুষ ভোট দিতেই যেতেন না। কিন্তু এবার দেখা গেলো তার উল্টো ছবি।
অন্যদিকে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে ঘিরে বলরামপুর, বাঘমুণ্ডি, ঝালদা, জয়পুর ও আকসার মতো এলাকায় প্রতি বুথে মোতায়েন ছিল দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও দু’জন রাজ্য পুলিশ।
এছাড়া ছিলো বাইকে করে কেন্দ্রীয় বাহিনীর টহল। এ কড়া নিরাপত্তার মাঝেই সকাল থেকে বুথগুলির সামনে ছিলো ভোটারদের লম্বা লাইন।
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে আগামী ১৫ জুলাই।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com