কলকাতা: বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের (বিএনসিসি) উদ্যোগে ‘২৬ তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’ শুরু হবে ২৭ ডিসেম্বর। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনসিসি সভাপতি অমিত সেন।
এসময় বিএনসিসি সভাপতি জানান, এ বছর মিলন মেলা প্রাঙ্গণে শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বিএনসিসি ওয়েবসাইট BNCI.com এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের ওয়েবসাইট Indiatradefair.org দু’টি আরও আধুনিক ও তথ্য সমৃদ্ধ করে তোলা হচ্ছে। ‘অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের বিকাশ’-কে এবারের মেলার থিম হিসেবে নেওয়া হচ্ছে।
বিএনসিসি’র পক্ষে ডিপি নাগ বলেন, ‘‘এবারের মেলায় শ্রীলঙ্কাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বিগত দু’বছরে শ্রীলঙ্কা শুধুমাত্র দক্ষিণের রাজ্যগুলোর মেলায় অংশ নিয়েছে। এ উদ্দেশে আগামী ১২ তারিখ ১৭ সদস্যের এক প্রতিনিধিদলকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওই সফরেই তামিলনাড়ুর অতিরিক্ত মুখ্যসচিব আর বালাকৃষ্ণাণের সঙ্গেও প্রতিনিধিদলটি দেখা করবে। ’’
তিনি জানান, এবারের শিল্প মেলায় তামিলনাড়ুর যোগদান অনেকটাই নিশ্চিত। তামিলনাড়ু ছাড়াও অন্যান্য রাজ্য যারা প্রতিবারই অংশগ্রহণ করে তারা এবারও আসবে। এছাড়া চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, ঘানা, পাকিস্তান, নেপাল ভুটানসহ বিভিন্ন দেশ এ মেলায় অংশগ্রহণ করবে।
তিনি বলেন, ‘‘নাবার্ড, জিআরএসই, টি বোর্ড, ইউবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেলায় অংশ নেবে। ’’
তিনি আরও জানান, মেলায় মোট ২৬০টি স্টলে ৭০০ থেকে ৮০০টি প্রতিষ্ঠান থাকবে। এছাড়া খোলা জায়গায় থাকবে বেশ কিছু স্টল।
অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পদ্যোক্তাদের জন্য বাজার তৈরির দিকে এবারের শিল্প বাণিজ্য মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর ও শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর eic@banglanews24.com