ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেতনের দাবিতে স্বাস্থ্য দফতরের আধিকারিক ঘেরাও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, জুলাই ১২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার আগরতলায় স্বাস্থ্য অধিকর্তার দফতর ঘেরাও করেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য দফতরের অস্থায়ী কর্মচারীরা। এসময় স্বাস্থ্য দফতরের আধিকারিক পি রাঠরকে ঘেরাও করা হয়।

গত বছর রাজ্যে প্রায় আড়াইশ কর্মী স্বাস্থ্য দফতরে নিয়োগ পেয়েছিলেন। রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় তাদের নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এ প্রকল্পে তিন বছর আগেই লোক নিয়োগের নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার টালবাহানা করে দুই বছর এ পদগুলি আটকে রাখে। গত বছর তারা নিয়োগ দেন আড়াইশ জনকে।

গত চার মাস ধরে এ আড়াইশ জন কর্মচার্রী বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে বেশ কয়েকবার তারা দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কিন্তু কোনো সুরাহা হয় নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার এ কর্মীরা স্বাস্থ্য আধিকারিক পি রাঠরকে ঘেরাও করেন।

আধিকারিক কর্মচারীদের বেতন না হওয়ার বিষয়টি ঠেলে দেন প্রশাসনের কাঁধে। তিনি জানিয়েছেন, বার বার বলা স্বত্ত্বেও প্রশাসনের তরফ থেকে এ কর্মীদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হয় নি।

এদিকে, সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে এ আড়াইশ কর্মচারীর জীবন। তারা জানিয়েছেন, বেতন না পেলে কাজে যোগ দেবেন না।
 
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।