ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কারাগারে সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জুলাই ১২, ২০১৩
ইন্দোনেশিয়ায় কারাগারে সহিংসতায় নিহত ৫

ঢাকা: ইন্দোনেশিয়ার একটি কারাগারে সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে ও দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে। সুমাত্রা দ্বীপের মেদান শহরের ওই কারাগারটি আগুন ধরিয়ে দেয় কয়েদিরা।

শুক্রবার সকালের ওই ঘটনায় নিহতদের মধ্যে তিন জন কয়েদি ও দুজন কারা কর্মকর্তা।

কারাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পানি সংকটে পড়েন কয়েদিরা। আর এতেই ক্ষুব্ধ হয়ে সহিংসতার সূত্রপাত ঘটান তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, কারারক্ষীদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে কয়েদিরা, তাদেরকে পিটিয়েছে। কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েদিদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে। শুক্রবার সকালে কারাগার থেকে ৭ কয়েদিকে নিরাপত্তার চাদরে ঢেকে বের করে আনা হয়। তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিচার ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, পলাতকদের ১৫ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে অভিযুক্ত।

পলাতকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতিবেশি প্রদেশেগুলোর আইন-শঙ্খলা বাহিনীও এ তল্লাশিতে যোগ দিয়েছে। পলাতকদের মধ্যে ৬০ জনকে ফের গ্রেফতার করা হয়েছে বলে জানান আল-জাজিরার সংবাদদাতা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।