ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘে মালালার ভাষণ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুলাই ১২, ২০১৩
জাতিসংঘে মালালার ভাষণ শুক্রবার

ঢাকা: পাকিস্তানের নারী শিক্ষাআন্দোলনকর্মী মালালা ইউসুফজাই জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ সভায় নিজের ১৬তম জন্মবার্ষিকীতে এ ভাষণ দিবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেওয়া ভাষণে মালালা বিশ্বের সরকারগুলোকে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানাবেন।

গত অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল সোয়াতে তালেবানের গুলির শিকার হওয়ার পর এটিই হবে জনসম্মুখে তার প্রথম ভাষণ।

৫০০ জনের বেশি তরুণ প্রতিনিধিদের সামনে এ ভাষণে বই আর কলমের শক্তির কথা তুলে ধরবেন বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারী এ পাকিস্তানি।

মালালা তার ভাষণে বলবেন, “এক শিশু একজন শিক্ষক, একটি কলম ও একটি বই বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। শিক্ষাই একমাত্র সমাধান। শিক্ষাই প্রথম। ”

মালালার ভাষণকে সামনে রেখে একটি তথ্য দিয়েছে জাতিসংঘ। বিশ্বের পাঁচ কোটি ৭০ লাখ শিশু স্কুলে যায় না।

ইউনেস্কো ও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০০৮ সালে স্কুলে না যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৬ কোটি।

এরপর এ সংখ্যা কমলেও সংঘাত কবলিত দেশগুলোতে প্রাথমিক স্কুলে না মেয়ের যাওয়ার হার ৪২ থেকৈ ৫০ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।