ঢাকা: ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় উদ্বেগ জানিয়ে নির্বিচারে গ্রেফতার বন্ধ করতে মিশরের নেতাদের প্রতি আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া, কোনো বিশেষ রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তুতে পরিণত না করতেও সতর্ক করে দিয়েছে দেশটি।
হোয়াইট হাউসের মুখপাত্র জে ক্যারনে’র বিবৃতির উদ্ধৃতি দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।
ক্যারনে তার বিবৃতিতে বলেন, “আপনারা এ ধরনের পদক্ষেপ নিয়ে স্ববিরোধী কাজ করছেন। ”
তিনি বলেন, “যদি সব দলকে উৎসাহিত করা হয় এবং অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবেই সফলভাবে কিছু করা সম্ভব হবে এবং আমরা এটা পরিষ্কার বলতে চাই যে, নির্বিচারে গ্রেফতারের বিষয়টিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। ”
এ দিকে বিশেষ কোনো রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তুতে পরিণত না করতে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও।
এক টেলিফোন সংলাপে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী কামেল আমরকে তিনি বলেন, “এটা পরিষ্কার করে বলতে চাই যে, মিশরের কোনো প্রধান রাজনৈতিক দল বা গোষ্ঠীকে বর্জন করার অথবা শাস্তি প্রদানের সুযোগ নেই। ”
এছাড়া, ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কঠোর সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, “যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে মিশরে কোনো সহযোগিতা দেবেন কিনা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। ”
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের সেনা অভ্যুত্থানের পর অস্থিরতা বৃদ্ধির মধ্যেই শুক্রবার কায়রোয় গণসমাবেশের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মনসুরের জারি করা নির্বাচনী অধ্যাদেশ প্রত্যাখ্যান করে মুরসিকে স্বপদে বহাল করতে রিপাবলিকান গার্ড সদরদপ্তরের সামনে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ করে আসছে ব্রাদারহুড সমর্থকরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com