ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেয়র নির্বাচনে জিতলেন ‘মৃত’ ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুলাই ১২, ২০১৩
মেয়র নির্বাচনে জিতলেন ‘মৃত’ ব্যক্তি!

ঢাকা: প্রায় তিন বছর আগে চিকিৎসক কর্তৃক সনদপত্রসহ মৃত ঘোষিত হয়েছিলেন তিনি। সেই ‘মৃত’ ব্যক্তিই কিনা জিতে গেলেন মেয়র নির্বাচনে!

আলোচিত এই মেয়র হলেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকার বাসিন্দা লেনিনগুয়ের রেমুন্ডো কার্বালিডো মোরালেস।

গত রোববার অনুষ্ঠিত রাজ্যের সান অগাস্টিন আমাতেনগো শহরের পৌর নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন তিনি।

কিন্তু এই আনন্দের খবরে বিষাদ ডেকে এনেছে স্থানীয় একটি পত্রিকা। মেয়র নির্বাচিত হয়ে গেলেও নির্বাচনের দু’দিন আগে ‘টিয়েমপো দ্য ওয়াক্সাকা’ নামক দৈনিকটি তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করে, “মেয়র প্রার্থী মোরালেস ২০১০ সালে জনৈক আইনজীবীর মাধ্যমে প্রশাসনের কাছে নিজের ভুয়া মৃত্যুর সনদপত্র পাঠিয়েছিলেন। ”

এই প্রতিবেদনটি মোরালেসের জয় ঠেকাতে না পারলেও এখন যারপরনাই পেরেশানিতে আছেন তিনি। কারণ, প্রতিবেদনের সূত্র ধরে এরই মধ্যে উঠে-পড়ে লেগেছে সরকারি কৌঁসুলির কার্যালয়।

সরকার তদন্ত করে দেখছে যে, ২০০৪ সালে সংঘটিত গণধর্ষণের একটি ঘটনায় ২০১০ সালে মোরালেসের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা এড়াতে নিজের মৃত্যুর ভুয়া খবর দিয়েছিলেন কিনা তিনি।

দৈনিক পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, “মৃত্যুর সনদে একজন চিকিৎসক ঘোষণা করেন যে, ‘স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন মোরালেস’। ”

সরকারি কৌঁসুলি ইলিয়ানা আরাসেলি হার্নান্দেজ বলেন, “এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল কিনা এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। ”

এ ব্যাপারে মোরালেসের দল বামপন্থি ডেমোক্রেটিক রেভুলেশন পার্টি’র (পিআরডি) প্রধান রে মোরালেস সানচেজ বলেন, “যদি মেয়র কোনো অপরাধ করে থাকেন তবে তার জায়গায় অন্যজনকে অধিষ্ঠিত করা হবে। ”

অবশ্য এই অভিযোগ অস্বীকার করে মোরালেস বলেছেন, ভুল খবরের প্রতিবাদ জানাতে তিনি কৌঁসুলির কার্যালয়েও গিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।