ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মানবাধিকার নেতাদের সাক্ষাৎ চাইলেন স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জুলাই ১২, ২০১৩
মানবাধিকার নেতাদের সাক্ষাৎ চাইলেন স্নোডেন

ঢাকা: মানবাধিকার সংগঠনগুলোর নেতাদের প্রতি সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

রাশিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাদের সঙ্গে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে শুক্রবার বিকালে দেখা করতে চেয়েছেন স্নোডেন।



তবে কোথায় দেখা করবেন স্নোডেন এ ব্যাপারে মুখ খুলেননি কর্মকর্তারা।

জনসাধারণের ফোনকল ও অনলাইন কার্যক্রমে মার্কিন প্রশাসনের অবৈধ নজরদারির তথ্য ফাঁসকারী  সিআইএ’র সাবেক এই কর্মকর্তা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড ব্যক্তিদের শীর্ষ তালিকায় আছেন।

মার্কিন প্রশাসনের রোষানল থেকে বাঁচতে হংকং হয়ে মস্কোর বিমানবন্দরে আশ্রয় নেওয়া স্নোডেন সম্প্রতি ২১টি দেশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। নিকারাগুয়া, কিউবা, বলিভিয়া ও ভেনিজুয়েলা সরকার স্নোডেনের এই আশ্রয় প্রার্থনায় ইতিবাচক জবাব দেয়।

যদিও মস্কো থেকে এসব দেশে যাওয়ার সরাসরি কোনো বিমান রুট নেই, তবু সম্প্রতি ভেনিজুয়েলায়ই স্নোডেন আশ্রয় নেবেন বলে ইঙ্গিত দেয় রাশিয়ার কয়েকটি সংবাদ সংস্থা।

এ দিকে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রাশিয়া শাখার প্রধান সার্জেই নিকিতিন বলেছেন, শুক্রবার বিকেলেই তিনি স্নোডেনের সঙ্গে দেখা করবেন। তবে কোথায় দেখা করবেন এ ব্যাপারে তিনিও কিছু বলেননি ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।