ঢাকা: উইকিলিকস আর স্নোডেনে যুক্তরাষ্ট্র ধরাশায়ী। এ দেশটিরই তথ্য ফাঁস প্রতিরোধে পদক্ষেপ নেয়া উচিত।
নিজের গোপন তথ্য যেন ফাঁস না হয় তা নিশ্চিত করতে আদি আমলের টাইপরাইটারের ব্যবহার শুরু করতে যাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে নিজস্ব ওয়েবসাইটে ৪ লাখ ৮৬ হাজার ৫৪০ রুবলের একটি ইলেক্ট্রনিক টাইপরাইটের ক্রয়ের বিজ্ঞপ্তি দিয়েছে ফেডারেল প্রটেকটিভ সার্ভিস (এফএসও)।
তবে পুরোনো দিনের এ যন্ত্র কেন কেনা হচ্ছে তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি এফএসও।
এফএসওর এক সূত্র রাশিয়ার ইজভেসতিয়া সংবাদপত্রকে জানিয়েছে, এর উদ্দেশ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার থেকে তথ্য ফাঁস রোধ করা।
ওই সূত্র জানান, উইকিলিকসের মাধ্যমে গোপন নথিপত্র ফাঁস ও ২০০৯ সালে জি-২০ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ওপর নজরদারি খবর এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দেয়ার পর কাগুজে নথিপত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই সূত্র আরও জানান, ইতোমধ্যে প্রতিরক্ষা ও জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয়ে টাইপরাইটের ব্যবহার শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিনের কিছু প্রতিবেদনে টাইপরাইটারে তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক সদস্য স্নোডেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের অসংখ্য গোয়েন্দা তথ্য ফাঁস করে দেন। তিনি বর্তমানে রাশিয়ার একটি বিমানবন্দরে রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখো লাখো গোপন নথি প্রকাশ করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল উইকিলিকস।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com