ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রি সিরিয়ান আর্মি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, জুলাই ১২, ২০১৩
ফ্রি সিরিয়ান আর্মি কমান্ডার নিহত

ঢাকা: সিরিয়ার আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক’র (আইএসআই) হামলায় পশ্চিমা ও আরব সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) শীর্ষস্থানীয় কমান্ডার কামাল হামামি নিহত হয়েছেন।

এফএসএ’র মুখপাত্রের লাওয়াই মেকদাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার জানায়, আবু বাসির নামে পরিচিত কামাল এফএসএ’র সর্বোচ্চ সামরিক পরিষদের সদস্য ছিলেন।



লাওয়াই মেকদাদ সংবাদ মাধ্যমকে জানান, লাতাকিয়ার উত্তরাঞ্চলে তুর্কমেন পর্বতে নিহত হন কামাল।

মেকদাদ জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠন আইএসআই’র স্থানীয় একজন নেতার সঙ্গে তুমুল বিতর্ক করায় তাকে হত্যা করা হয়। এ সময় হামামির সঙ্গে থাকা তার ভাইও নিহত হয়েছেন বলে জানান মেকদাদ।

এফএসএ’র আরেকজন মুখপাত্র কাসেম সাদেদ্দীন জানান, “হামেমকে হত্যা করেছে স্বীকার করে আমাদের ফোন করেছে আইএসআই। ”

কাসেম জানান, এফএসএ’র সর্বোচ্চ সামরিক পরিষদের অন্য সদস্যদেরও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে আইএসআই।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।