ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় সাময়িক আশ্রয়ের সিদ্ধান্ত স্নোডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, জুলাই ১২, ২০১৩
রাশিয়ায় সাময়িক আশ্রয়ের সিদ্ধান্ত স্নোডেনের

ঢাকা: সাময়িক আশ্রয় চেয়ে রাশিয়ার কাছে আবেদন করবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তারপর নিরাপদ দিনক্ষণ দেখে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার কোনো দেশেই উড়াল দেবেন।



স্নোডেন ও মানবাধিকার সংগঠনগুলোর নেতাদের বৈঠক সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।

উইকিলিকস প্রেস জানায়, মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করা স্নোডেনের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নেতারা।

কোথায় এ বৈঠক হয়েছে সে খবর না জানা গেলেও সূত্র জানিয়েছে, আপাতত রাশিয়ায় আশ্রয় চাইবেন স্নোডেন। তারপর পরিস্থিতি বুঝে লাতিন আমেরিকার অপেক্ষাকৃত কোনো নিরাপদ দেশে আশ্রয় নেবেন তিনি।

দু’দিন আগে অবশ্য রাশিয়ার একজন শীর্ষ কূটনীতিক ব্যক্তিগত টুইটার বার্তায় জানিয়েছিলেন, ভেনিজুয়েলায়ই আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেছেন স্নোডেন।

সে খবর অস্বীকার করে উইকিলিকস জানায় এখনও বিশেষ কোনো দেশে আশ্রয়ের পরিকল্পনা করেননি স্নোডেন।

তাছাড়া, মার্কিন নজরদারিকে পাশ কাটাতে লুকোচুরির খেলায় এখন পর্যন্ত স্নোডেনের পক্ষ থেকে কোনো ইতিবাচক জবাবের খবর অস্বীকার করে যাচ্ছে ভেনিজুয়েলা সরকারও।

উল্লেখ্য, জনসাধারণের ফোনকল ও অনলাইন কার্যক্রমে মার্কিন প্রশাসনের অবৈধ নজরদারির গোপন তথ্য ফাঁস করে সিআইএ’র মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছেন তরুণ স্নোডেন। নিজ দেশের প্রশাসনের রোষানল থেকে বাঁচতে এর মধ্যে হংকং হয়ে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে ফেরারি অবস্থায় দিন কাটাচ্ছেন এই মার্কিন নাগরিক।

এর মধ্যে আশ্রয় চেয়ে ২১টি দেশের কাছে আবেদন করেন তিনি। সবগুলো দেশ তার আবেদন গ্রহণ না করলেও কিউবা, নিকারাগুয়া, বলিভিয়া ও ভেনিজুয়েলা স্নোডেনকে আশ্রয় দিতে সম্মত হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।