ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিএসএফ কর্তৃক বাংলাদেশি তরুণীর শ্লীলতাহানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জুলাই ১২, ২০১৩

নয়াদিল্লি: বাংলাদেশি এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

বিএসএফ’র দক্ষিণবঙ্গ সদর দফতর সূত্রে জানা যায়, বুধবার ওই তরুণী অবৈধভাবে সীমান্ত পার হয়ে উত্তর চব্বিশ পরগনার আঙ্গাইল এলাকায় পৌঁছালে তাকে আটক করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।

আটকের পর ওই তরুণীকে সীমান্ত আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। সে সময় তরুণীর সঙ্গে তার সাত বছরের সন্তানও ছিল বলে জানা যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে ওই তরুণী একজন জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণীর বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার খারোলিয়া গ্রামে।
তবে বিএসএফ’র অভিযোগ, ওই তরুণী ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সঙ্গে যুক্ত রয়েছেন। তার সঙ্গে দালাল চক্রেরও যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছে বিএসএফ। এই ঘটনায় পুলিশকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।