ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার উত্তরপ্রদেশে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুলাই ১২, ২০১৩

কলকাতা: গণধর্ষণের পর এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে । রাজ্যের ইটাওয়াতে এ ঘটনা ঘটে।



গত মঙ্গলবার সন্ধ্যায় ১৯ বছর বয়সী ওই তরুণীকে তার পরিচিত এক ব্যক্তি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই চারজন মিলে ধর্ষণ করা হয় মেয়েটিকে। এরপর মুখ বন্ধ রাখার জন্য তার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। তবে অগ্নিদগ্ধ অবস্থাতেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় হতভাগ্য ওই তরুণী।

৮০ শতাংশ দগ্ধ অবস্থায় মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শহরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনদিন পর শুক্রবার সেখানেই মারা যায় মেয়েটি।  

ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, যে ব্যক্তি মেয়েটিকে ডেকে নিয়ে যায় তার সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখনও পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হন এক মেডিকেল শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর সমালোচনার ঝড় উঠে ভারতে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।