ঢাকা: শিশুদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালুর আবেদন জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় নিজের ১৬তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ আহবান জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার তরুণ শিক্ষার্থীর সম্মুখে দেওয়া ভাষণে মালালা বলেন, “জীবনযাত্রাকে উন্নত করার একমাত্র মাধ্যম শিক্ষা। ”
মাথায় গোলাপী রংয়ের স্কার্ফ পরেহিত মালালা বলেন, “আমাদের বই ও কলম দিন। এগুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম এবং একটি বই পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শিক্ষাই একমাত্র সমাধান। ”
তালেবানদের উদ্দেশ্য করে মালালা বলেন, “তারা ভেবেছিল বুলেট আমাদের স্তব্ধ করে দেবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ”
নারী ও শিশু শিক্ষা আন্দোলনের এ অগ্রদূত বলেন, “চরমপন্থিরা বই ও কলমকে ভয় পায়, ভয় পায় নারীকেও। ”
গত বছরের অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল সোয়াতে তালেবানদের গুলিতে আহত হওয়ার পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন মালালা।
মালালার জন্মদিন অর্থাৎ মালালা দিবসকে সামনে রেখে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের পাঁচ কোটি ৭০ লাখ শিশু স্কুলে যায় না।
অন্য দিকে ইউনেস্কো ও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০০৮ সালে স্কুলে না যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ছয় কোটি।
এরপর এ সংখ্যা কমলেও সংঘাত কবলিত দেশগুলোর প্রাথমিক স্কুলে মেয়েদের না যাওয়ার হার ৪২ থেকে ৫০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com