কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মালদায় নৌকাডুবিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নৌকায় আনুমানিক ৩৫ জন যাত্রী ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে এলেও, বাকিরা এখনও নিখোঁজ।
রাজ্যের মালদা জেলার মানিকচকের ধরমপুর ঘাট থেকে নৌকাটি যাচ্ছিল গঙ্গার একটি চরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি উল্টে যায়। নৌকাডুবির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করে। পরে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর