ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে ব্রেটিনি-সুর-অর্গে ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আন্তঃনগর ওই ট্রেনটি প্যারিস ছেড়ে লিমোজিস শহরে যাওয়ার পথে একটি স্টেশনে লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উলটে পড়ে। যাত্রীরা ভেতরে আটকা পড়েন। এতে আহত হয়েছেন আরো ২২ জন।
পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রেনটি উচ্চগতিতে যাওয়ার সময় দুই ভাগ হয়ে ভেঙ্গে পড়ে। একভাগ লাইন ধরে এগিয়ে যায় ও আরেক ভাগ পাশের প্ল্যাটফর্মের উপর ধসে পড়ে।
বিদ্যুতায়িত হয়ে ও চাপা পড়ে যাত্রীরা হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনে মোট যাত্রীর সংখ্যা ছিল ৩৫০ জন।
ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানি (এসএনসিএফ) উদ্ধারকাজ শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর