নয়াদিল্লি: ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ডের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুক্তি মোর্চার নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন।
শনিবার সকালে রাজ্যের রাজভবনে রাজ্যপাল সাঈদ আহমেদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি।
এসময় মন্ত্রী পদে শপথ নেন কংগ্রেসের রাজেন্দ্র প্রসাদ সিং ও আরজেডির অন্নপূর্ণা দেবী।
উল্লেখ্য, ২০০০ সালে স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর ১৩ বছরের মধ্যে মোট ন’বার মুখ্যমন্ত্রীর গদি রদবদল হল ঝাড়খণ্ডে।
বাংলাদেশ সময় : ১১৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর