ঢাকা: বিশ্বের সবচেয়ে বেশি মোটা মানুষের দেশ মেক্সিকো। এই তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র থাকলেও মেক্সিকোর নাগরিকরা যেন সেটি মানতে পারেননি, মোটা হওয়ার দৌঁড়ে সম্প্রতি তারা পেছনে ফেললেন মার্কিন নাগরিকদের।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দেশটির প্রায় ৩৩ শতাংশ নাগরিক অতিমাত্রায় স্থূলকায় হয়ে পড়েছেন। এ জন্য মাত্রাতিরিক্ত জাঙ্কফুড আর কোমল পানীয়কেই দুষছেন বিশেষজ্ঞরা।
রং-স্বাদে জিভে জল আনার মতো অনবদ্য মেক্সিকান খাবার। তবে এই অতুলনীয় খাবারই ভাবিয়ে তুলছে স্থানীয় স্বাস্থ্য দপ্তরকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, পূর্ণবয়স্কদের মধ্যে ৭০ শতাংশই স্থূলকায় তালিকায় নাম লিখিয়েছেন। পাল্লা দিয়ে শিশুদের শরীরেও জমছে অতিরিক্ত মেদ। স্থূলকায় শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, প্রতি বছরে গড়ে ১৬৩ লিটার কোমল পানীয় পান করেন একজন মেক্সিকান। সঙ্গে সঙ্গে নিয়মিত খাবার গ্রহণের অভ্যাস ছেড়ে দিচ্ছেন কেউ কেউ। ঝুঁকছেন জাঙ্কফুডের ওপর।
অবশ্য, এতো বেশি স্থূল হয়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ছেন খোদ মোটু’রাই।
সংবাদ মাধ্যম জানিয়েছে, শরীরের বাড়তি মেদ ঝরাতে এখন হাসপাতালে ছুটছেন তারা। মেদ কমাতে অস্ত্রোপচারও করছেন অনেকে।
তবে, হাসপাতালে ছুটলেও স্থায়ী সমাধান বাতলে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মিত শারীরিক ব্যায়ামের সঙ্গে শাক-সবজি খেতে হবে স্থূলকায় ব্যক্তিদের। কিন্তু ক্যাফে-রেস্তোরাঁ’র বাহারি রঙের অনন্য স্বাদের খাবার দেখে কি নিজেদের সামলাতে পারবেন মেক্সিকান মোটুরা?
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com