ঢাকা: ভুটানের দ্বিতীয়তম পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে। দেশজুড়ে ৮৫০টি ভোটকেন্দ্রে এক যোগে চলছে এ ভোটগ্রহণ।
গত মে মাসে প্রথম দফা নির্বাচনে পাঁচটি রাজনৈতিক দল অংশ নেয়। প্রথম দফার ভোটে ছিটকে পড়ে তিনটি দল। দ্বিতীয় দফার ভোটে লড়ছে ভুটানের ক্ষমতাসীন পিস অ্যান্ড প্রসপারিটি পার্টি (ডিপিটি) ও প্রধান বিরোধী দল পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।
২০০৮ সালে প্রথমবারের মতো ভুটানের পার্লামেন্টে নির্বাচনে ডিপিটি জয় পায়। চলতি নির্বাচনের প্রথম দফায় ৪৫ শতাংশ ভোট পেয়েছে দলটি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com