ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভুটানের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জুলাই ১৩, ২০১৩

ঢাকা: ভুটানের দ্বিতীয়তম পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে। দেশজুড়ে ৮৫০টি ভোটকেন্দ্রে এক যোগে চলছে এ ভোটগ্রহণ।

শনিবার সকাল থেকে দুর্গম পাহাড়ী অঞ্চলগুলোতে চলছে ভোটগ্রহণ। ৪৭ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির প্রায় তিন লাখ ৮২ হাজার।

গত মে মাসে প্রথম দফা নির্বাচনে পাঁচটি রাজনৈতিক দল অংশ নেয়। প্রথম দফার ভোটে ছিটকে পড়ে তিনটি দল। দ্বিতীয় দফার ভোটে লড়ছে ভুটানের ক্ষমতাসীন পিস অ্যান্ড প্রসপারিটি পার্টি (ডিপিটি) ও প্রধান বিরোধী দল পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

২০০৮ সালে প্রথমবারের মতো ভুটানের পার্লামেন্টে নির্বাচনে ডিপিটি জয় পায়। চলতি নির্বাচনের প্রথম দফায় ৪৫ শতাংশ ভোট পেয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।