ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোয় শিশু যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৬ জন ব্যক্তি।
দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার বিকেলে জানিয়েছে, রাজধানীর শহরতলী ওজনোবিশিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স গিয়েছে। এছাড়া মেডিকেল টিমসহ হেলিকপ্টার পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com