ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা নিয়ে আলোচনাচক্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জুলাই ১৩, ২০১৩

কলকাতা: মাতৃভাষা সমিতি ও ঐকতান গবেষণাপত্রের উদ্যোগে আগামী ২৮ জুলাই ১১ টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বারভাঙা ভবনে ‘বাংলাভাষা’ নিয়ে একটি জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।

‘ভারতে বাংলা ভাষার বর্তমান অবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা চক্রের উদ্বোধন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, সহ উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ও ড. মমতা রায়।



এ সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. বাসব রায় চৌধুরী, উপনিবন্ধক ডা. সুজিত কুমার বড়ুয়াসহ আসামের ১৯ মে’র বাংলাভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরী, করিমগঞ্জের ভাষা সৈনিক অধ্যাপক নিশীথরঞ্জন দাস, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সভাপতি ডা. সুবোধ বিশ্বাস, বিহার বাঙালি সমিতির সভাপতি ডা. ডি কে সিনহা, কর্ণাটকের সাম্প্রতিক ভাষা আন্দোলনের মুখ্য সংগঠক অধ্যক্ষ প্রসেন রপ্তান, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনের সম্পাদক দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ চক্রবর্তী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ অধ্যাপক, বর্তমান ও সাবেক উপাচার্য, বিভিন্ন ভাষা-সংগঠনের প্রবীণ নেতৃত্ব, শিল্পী, সাহিত্যিক, সম্পাদক, লেখক, গবেষক ও বাংলাভাষা-প্রেমী নাগরিকগণ।
 
আলোচনাচক্রের দ্বিতীয়পর্বে আলোচনায় উঠে আসা মতামতের ভিত্তিতে নির্ধারিত কর্মসূচি কার্যকর করার উদ্দেশ্যে একটি জাতীয় সংগঠন গড়ে তোলা হবে। যে সংগঠন তৃণমূলস্তরে সংগঠন গড়ে বাংলাভাষার সার্বিক ক্ষমতায়নের জন্য আন্দোলন গড়ে তোলায় প্রয়াসী হবে।

এ আলোচনাচক্র আয়োজনের মূল উদ্যোক্তা ঐকতান সম্পাদক কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক জয়েন্ট রেজিস্ট্রার ও ভাষা গবেষক নিতীশ বিশ্বাস।


বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।