ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জঙ্গি সন্দেহে আটকদের বিচারে প্যানেল করবে ভারত সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ১৩, ২০১৩

নয়াদিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। আর তাই ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে রহমান খান জানান, জঙ্গি সন্দেহে আটক মুসলমানদের সুবিচারের জন্য দ্রুত বিশেষ প্যানেল গড়বে ইউপিএ সরকার।

এই বিষয়ে তিনি শিগগির প্রধানমন্ত্রী ও ইউপিএ চেয়ারপার্সনকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন কে রহমান খান।
 
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অধীনে ইংল্যান্ডে জঙ্গি মামলার বিচারের জন্য বিশেষ প্যানেল আছে। সে কথা উল্লেখ করে তিনি জানান, ইংল্যান্ডে গিয়ে তিনি এই বিষয়ে ক্যামেরন সরকারের সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, জঙ্গি সন্দেহে আটক মুসলিমদের সমস্যা সমাধানের একমাত্র উপায় এই বিষয়ে বিশেষ প্যানেল গঠন করা।

ব্রিটিশদের সুপারিশ খুব মনে ধরেছে কে আর রহমানের। ভারতজুড়ে বহু মুসলমান বিনা চার্জশিটে জেলে মাসের পর মাস আটক হয়ে আছেন বলে মন্তব্য কে আর রহমানের।

তিনি জানান, কয়েক বছর পরে প্রমাণের অভাবে এদের মুক্তি দেওয়া হয়। এমনকি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা ক্ষতিপূরণও পায় না।

এই বিষয়টি নিয়ে দেশেল মুসলিম সম্প্রদায়ের কাছে কেন্দ্রীয় সরকার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে বলে মনে করেন তিনি। সেই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকেও একহাত নেন। তার অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেক সময় দেশের নিরাপত্তা রক্ষায় থাকা অহেতুতক জঙ্গি সন্দেহে বেশিরভাগ সময়েই মুসলিম যুবকদের আটক করে পুলিশ।

বাংলদেশে সময় : ১৭০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।