ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে প্রথম নয় তৃতীয় মহিলা বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, জুলাই ১৩, ২০১৩
ভারতে প্রথম নয় তৃতীয় মহিলা বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় সরকারের ভুল ধরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উত্তর প্রদেশে দেশের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে-বলে যে দাবি করেছে কেন্দ্রীয় সরকার তা ঠিক নয় বলে তথ্য তুলে ধরেছেন মমতা।



মমতা ফেসবুক পাতায় লিখেছেন, উত্তরপ্রদেশের রায়বেরিলির বিশ্ববিদ্যালয়টি প্রথম নয়, দেশে তৃতীয় মহিলা বিশ্ববিদ্যালয়। বহু বছর আগে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়টি মুম্বাইতে স্থাপিত হয়। দ্বিতীয়টি হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।

শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত মহিলা বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত পাশ হয়। কেন্দ্রের দাবি, এটি হবে দেশের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়।

মমতা বলেছেন, মুম্বাইয়ে এস অন ডি টি মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বহু বছর আগে। শুধু দেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াতে সেটাই ছিল প্রথম মহিলাদের বিশ্ববিদ্যালয়।

মমতা ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গ রাজ্যে ডায়মন্ডহারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নেন। বিধানসভায় আইনও পাশ করান। সমিতা সেনকে প্রথম উপাচার্য নিয়োগ করে কাজও শুরু করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বর্ষা কাটলেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হবে। ২০১৪ থেকে পঠনপাঠনও শুরু হবে।

বাংলদেশে সময় : ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
এস পি /সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ