ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি মালিকানাধীন ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, সেপ্টেম্বর ১, ২০২৫
ইসরায়েলি মালিকানাধীন ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সানায় ফিলিস্তিনিদের সমর্থনে হুতিদের বিক্ষোভ

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। কদিন আগেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি ও শীর্ষ কয়েকজন কর্মকর্তা।

সোমবার হুতিরা দাবি করে, তারা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলি মালিকানাধীন লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার স্কারলেট রে-তে। তবে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) প্রতিবেদনেও বলা হয়, রোববার ট্যাঙ্কারের কাছাকাছি পানিতে একটি অজ্ঞাত বস্তু পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে জাহাজের কেউ আহত হয়নি এবং ট্যাঙ্কারটি তাদের যাত্রা অব্যাহত রেখেছে।

গত জুলাইয়ে হুতিরা দুটি ট্যাঙ্কার ডুবিয়ে দেয়। তারা জানায়, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত রাখবে।

শনিবার হুতিরা ঘোষণা দেয়, গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি ও একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার তাদের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে।

হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি নিহতদের ‘সমগ্র ইয়েমেনের শহীদ’ আখ্যা দিয়ে বলেন, মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের অপরাধের তালিকায় নতুন সংযোজন।

রোববার হুতি যোদ্ধারা জাতিসংঘের কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ১১ কর্মীকে আটক করেন। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আরও ২৩ জন জাতিসংঘ কর্মী হুতিদের হাতে আটক রয়েছে, যাদের মধ্যে কয়েকজন ২০২১ সাল থেকে বন্দি।

জাতিসংঘ এই অভিযোগ প্রত্যাখ্যান করে আটক কর্মীদের তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

গত মে মাসে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হয়, যার ফলে ওয়াশিংটন ইয়েমেনে দৈনিক বোমাবর্ষণ বন্ধ করে। তবে হুতিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুস সালাম স্পষ্ট করেছেন, ওই সমঝোতা ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে প্রযোজ্য নয়।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন, হুতিরা তাদের হামলার চরম মূল্য দেবে।

২০১৪ সাল থেকে উত্তর ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। গত বছরের অক্টোবর থেকে তারা ইসরায়েল ও এর মিত্রদের লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্যপথে মারাত্মক প্রভাব ফেলেছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।