নয়াদিল্লি: জ্যোতি বসু যেখানে শৈশবের একটা বড় সময় কাটিয়েছেন বাংলাদেশের সেই বারদি গ্রামে প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রীর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সাংস্কৃতিক সংগঠন মাস্তুল। এ বিষয়ে অনুমতির জন্য বাংলাদেশ ও ভারত সরকারের কাছে আবেদন করেছে সল্টলেকের সংগঠনটি।
বারদি গ্রামে জ্যোতিবাবু যে বাড়িতে থাকতেন সে বাড়ির সামনেই বসানো হবে তার আবক্ষ মূর্তি। সংগঠনের এ উদ্যোগকে সমর্থন জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন লোকসভার সাবেক অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।
মাস্তুলের যুগ্ম সম্পাদক রক্তিম বসু জানান, ‘প্রয়াত জ্যোতি বসুর জন্মশতবর্ষে ‘কর্মস্থান থেকে জন্মস্থান’ শীর্ষক কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাতে চাই। তার ভাবনা-চিন্তা দু’দেশের মানুষের মধ্যে আদানপ্রদান হবে। ’
দুই বাংলার সম্পর্কের মেলবন্ধনের সেতু নির্মাণের উদ্যোগ হিসেবে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানোর এ কর্মসূচি নিয়েছে মাস্তুল। সংগঠনের তরফে প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী বলেন, ‘শীঘ্রই আমরা অনুমতি পেয়ে যাব। মূর্তি তৈরির ব্যাপারে কয়েকজন শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা নিয়ে সংগঠন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বিদেশমন্ত্রী সালমান খুরশিদকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ’
মাস তিনেকের মধ্যেই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান করা সম্ভব বলে সংগঠনের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে ২০ জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর