ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ব্রাদারহুডের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুলাই ১৩, ২০১৩
বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ব্রাদারহুডের

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে স্বপদে বহাল না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মিশরের মুসলিম ব্রাদারহুড।

শনিবার শান্তিপূর্ণভাবে মুরসির পক্ষে বিক্ষোভ করার পর আগামী সোমবার রাজধানী কায়রোতে আবারও গণসমাবেশের ডাক দিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা এসাম এল-এরিয়ান।



ব্রাদারহুড সূত্র জানিয়েছে, দেশটিতে তীব্র তাপদাহ এবং রমজান মাস চলা সত্ত্বেও ‍আরও বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সোমবারের গণসমাবেশে গাড়ি ভর্তি করে রাজধানীর বাইরের অন্য প্রদেশ থেকে সমর্থকদের জড়ো করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এ দিকে সোমবারের গণবিক্ষোভের ডাক দেওয়া ব্রাদারহুড নেতা এসাম এল-এরিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্তৃপক্ষ। এর আগে, প্রধান নেতা মোহাম্মদ বদিইসহ ব্রাদারহুডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকারি কৌঁসুলির কার্যালয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনেক জল্পনা-কল্পনার মধ্যেই শুক্র ও শনিবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ করেছে ব্রাদারহুড। এর আগে গত সোমবার সেনাবাহিনীর গুলিতে দলটির ৫৩ জন সমর্থক নিহত হয়।

মুসলিম ব্রাদারহুড নেতাদের নির্বিচারে গ্রেফতার বন্ধে শুক্রবার মিশরীয় সেনা কর্তৃপক্ষের প্রতি আহবান জানায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

ওই আহবানের পর শুক্রবার রাতেই সেনাবাহিনীর হাতে বন্দি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে মুক্তি দেওয়ার আহবান জানায় জার্মানি।

জার্মানির এই আহবানের ঠিক কয়েক ঘণ্টা পরই এই দাবিতে ঐকমত্য পোষণ করে মুরসিকে মুক্তি দেওয়ার আহবান জানায় ওবামা প্রশাসন।

উল্লেখ্য, গত ৩ জুন গণবিক্ষোভের মুখে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

ধর্মনিরপেক্ষ, বামপন্থি ও কট্টর ইসলামপন্থি বেশ কিছু রাজনৈতিক দল মুরসির ক্ষমতাচ্যুতিকে স্বাগত জানালেও নিজেদের স্বার্থের সম্পূর্ণ বিরোধী হওয়ায় রাস্তায় নামে এক সময়ের নিষিদ্ধঘোষিত দল মুসলিম ব্রাদারহুড।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।