ঢাকা: হাসপাতালে ম্যান্ডেলার অবস্থা ‘গুরুতর তবে স্থিতিশীল’ থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন ম্যান্ডেলা।
ম্যান্ডেলার স্ত্রী গ্রাচা ম্যাচেল (৬৭) শুক্রবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি এখন আগের চেয়ে শঙ্কামুক্ত কেননা ৯৪ বছর বয়সী অবিসংবাদিত বর্ণবাদী নেতা এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ’
ফুসফুস সংক্রমণে ভোগায় দক্ষিণ আফ্রিকার এ সাবেক প্রেসিডেন্টকে গত ৮ জুন প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্বমৈত্রীর প্রতীক ম্যান্ডেলার আরোগ্যের জন্য সারাবিশ্বের মানুষ প্রার্থনা করছে। আগামী ১৮ জুলাই ৯৫ বছরে পদার্পণ করবেন ম্যান্ডেলা। সারাবিশ্ব প্রস্তুতি নিচ্ছে এ অবিস্মরণীয় মুহূর্ত উদযাপনের।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com