ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সে উদযাপিত হচ্ছে বাস্তিল দিবস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুলাই ১৪, ২০১৩
ফ্রান্সে উদযাপিত হচ্ছে বাস্তিল দিবস

ঢাকা: ফ্রান্সে ঐতিহাসিক বাস্তিল দিবস ১৪ জুলাই। দিবসটি উপলক্ষে সামরিক প্যারেডে অংশ নিচ্ছে সামরিক বাহিনীর প্রায় ৫ হাজার কর্মকর্তা।



চ্যাম এলিসি এভিনিউয়ের রাস্তায় ওই প্যারেডে ঢাকনা খোলা জিপে করে সেনাদের সালাম নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফরাসি বিপ্লবের স্বাক্ষী এ দিবসের মহড়ায় ৫৮টি বিমান, ৩৫ টি হেলিকপ্টার ও ২৬৫টি সামরিক যান অংশ নিচ্ছে।

মালিতে দেশটির সরকার বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে ফিরে আসা সৈন্যরা মহড়ায় নেতৃত্ব দেবেন।

১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সূচনা মনে করা হয় ১৪ জুলাই। ওই দিন বাস্তিল কারাগার ভেঙে ফেলা হয়েছিল। বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় উদযাপন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ