ঢাকা: ফ্রান্সে ঐতিহাসিক বাস্তিল দিবস ১৪ জুলাই। দিবসটি উপলক্ষে সামরিক প্যারেডে অংশ নিচ্ছে সামরিক বাহিনীর প্রায় ৫ হাজার কর্মকর্তা।
চ্যাম এলিসি এভিনিউয়ের রাস্তায় ওই প্যারেডে ঢাকনা খোলা জিপে করে সেনাদের সালাম নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফরাসি বিপ্লবের স্বাক্ষী এ দিবসের মহড়ায় ৫৮টি বিমান, ৩৫ টি হেলিকপ্টার ও ২৬৫টি সামরিক যান অংশ নিচ্ছে।
মালিতে দেশটির সরকার বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে ফিরে আসা সৈন্যরা মহড়ায় নেতৃত্ব দেবেন।
১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সূচনা মনে করা হয় ১৪ জুলাই। ওই দিন বাস্তিল কারাগার ভেঙে ফেলা হয়েছিল। বাস্তিল দিবস ফ্রান্সের জাতীয় উদযাপন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com