ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পঞ্চায়েত ভোটের মাঠে ত্রিপুরার নিরাপত্তা বাহিনী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, জুলাই ১৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে মাঠে নামবে ত্রিপুরার নিরাপত্তা বাহিনী। রোববার ত্রিপুরা স্টেট রাইফেলসের(টিএসআর) ১২ কোম্পানি জওয়ান পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর অংশগ্রহণ নিয়ে অনেক পানিই ঘোলা হয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অনড় মনোভাবের কারণে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী রাজ্য সরকারকেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করতে হবে।

তাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর যোগান দিতে ত্রিপুরা থেকেও নেয়া হচ্ছে নিরাপত্তা কর্মীদের।

রোববার ১২ কোম্পানি টিএসআর জওয়ান কমান্ডেন্ট প্রবীর দে’র নেতৃত্বে কলকাতা রওনা হয়ে যায়। তারা পঞ্চায়েতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। টিএসআর আইজি বি কে রায় জনান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ আসলে আরও বাহিনী পাঠানো হবে। আপাতত যে পরিমাণ বাহিনী চাওয়া হয়েছে তাই পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দফায়। এর মধ্যে এক দফার নির্বাচন শেষ হয়েছে। বাকি চার দফার নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ত্রিপুরার জওয়ানরা।

ত্রিপুরায় টিএসআরের ১৩ টি ব্যটালিয়নের মধ্যে পঞ্চম থেকে ত্রয়োদশ ব্যাটালিয়ন হল ইন্ডিয়ান রিজার্ভ ফোর্স (আইআরএফ)। আইএফআর দেশের যে কোন প্রান্তে নিরাপত্তার জন্য নিয়োজিত হতে পারে। রাজ্যে থাকা নয়টি আইআরএফ থেকেই জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।