ঢাকা: প্রাণনাশের হুমকি পেয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিচারক আটক রাখার মামলা প্রত্যাহার করেছিলেন বাদী।
শনিবার পাকিস্তানের পত্রিকা দ্য ডনকে মামলার বাদী অ্যাডভোকেট আসলাম ঘুম্মান এ কথা বলেছেন।
তিনি বলেন, “ আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়ায় মামলাটি চালিয়ে নেয়া বন্ধ করে দেই। এখনও আমি হুমকি পাচ্ছি। ”
২০ জুলাই আদালতে দাঁড়িয়ে বিচারককে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
১৭ মে তিনি ঘোষণা দেন, ‘জাতীয় স্বার্থে’ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছেন।
এদিকে মোশাররফের রাজনৈতিক উপদেষ্টা চৌধুরি সারফরাজ আন্জুম কাহলোন জানিয়েছেন, তিনি ঘুম্মানের বিরুদ্ধে আদালতে যাবেন। ঘুম্মান যুক্তরাজ্যে পরিবারসহ এক বছর থাকার শর্ত ছাড়াও বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ সারফরাজের।
ইতোমধ্যে ঘুম্মানের ‘ইউটার্ন’ নিয়ে সর্বোচ্চ আদালতের নজর কাড়তে আবেদন করেছেন মোশাররফের রাজনৈতিক উপদেষ্টা।
২০০৮ সালের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির কাছে হেরে যাওয়ার পর ওই বছরের ১৮ আগস্ট স্বেচ্ছায় নির্বাসনে বিদেশে যান তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে চার বছর কাটিয়ে ২০১৩ সালের ২৪ মার্চ পাকিস্তানে ফিরে আসেন সাবেক সেনাশাসক।
২০০৭ সালে বিচারকদের আটক, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের এপ্রিলে গ্রেফতারের কারাগারে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com