নয়াদিল্লি: নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনও বন্ধ হয়নি আন্তর্জাতিক পর্ণোসাইটগুলি। এ ইস্যুতে সুপ্রিম কোর্টের চাওয়া জবাবের প্রেক্ষিতে কেন্দ্র সাফ জানিয়েছে, পর্ণ ওয়েবসাইট বন্ধ করা কঠিন।
আইন জারি করে দেশীয় সাইট বন্ধ করা গেলেও আন্তর্জাতিক পর্ণোসাইট বন্ধ করা প্রায় অসম্ভব বলেই জানাচ্ছে ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দফতর।
আন্তর্জাতিকভাবে প্রায় ২০ কোটি পর্ণোওয়েবসাইট রয়েছে। যা বন্ধ করতে অপারগ ইউপিএ সরকার। কারণ এ পর্ণোসাইটগুলির সঙ্গে জড়িত রয়েছে বিশেষ সাইবার বিশেষজ্ঞরা। এর ফলে এগুলিকে নিষিদ্ধ করা দুরূহ বলে জানাচ্ছে কেন্দ্র। তবে দেশের মোট ৩৯টি পর্ণোওয়েবসাইট বন্ধ করার কথা ছিল কেন্দ্রের। যেগুলি এখনও নিষিদ্ধ হয়নি। তাই শুধুমাত্র এই ৩৯টি পর্ণোসাইট নিষিদ্ধ করতে কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
পর্ণোগ্রাফিক ওয়েবসাইট নিয়ে দেশজুড়ে চলছে জঘন্য ব্যবসা। ঐ সাইটগুলিতে বিজ্ঞাপনের ব্যবসাও লাভজনক। পর্ণোসাইট দেখতে নিয়মিত অভ্যস্ত হচ্ছে আঠারো বয়সের নীচের ছেলেমেয়েরা।
সাইবার নিয়মানুযায়ী ১৮ বছরের নীচের কোন ব্যক্তিই পর্ণোসাইট খুলতে পারবেনা। সে নিয়ম সাইটগুলি খোলার আগেও চোখে পড়ে। কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু ওয়েবসাইটেই সে নীতি মানা হচ্ছে না। যে কোন বয়সের ছেলেমেয়েই খুব সহজে এ সাইটগুলি খুলতে পারছে।
দেশে যে হারে ধর্ষণ ও নারীনিগ্রহ বাড়ছে তাতে ইতিমধ্যেই এ ধরনের বিকৃত পর্ণোসাইট বন্ধ করা প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রের বক্তব্য, প্রাপ্তবয়স্কদের এ ধরনের সাইট দেখা থেকে আটকানো যাবে না। সে আইন সাইবার নীতিতেই নেই।
আপাতত ৩৯টি জাতীয় ও আন্তর্জাতিক কিছু পর্ণোসাইটকে নিষিদ্ধ করতে তৎপর হয়েছে কেন্দ্র। অন্যদিকে শীর্ষ আদালতে কেন্দ্রের প্রতি প্রত্যক্ষ অভিযোগে বলা হয়েছে, তথ্য সম্প্রচার দফতরের উপরই আপত্তিজনক সাইটগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করার দায় বর্তায়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com