ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কৃষাঙ্গ কিশোরকে গুলিকারী শেতাঙ্গ প্রহরী নির্দোষ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুলাই ১৪, ২০১৩
কৃষাঙ্গ কিশোরকে গুলিকারী শেতাঙ্গ প্রহরী নির্দোষ!

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রহরী শেতাঙ্গ জর্জ জিম্যারম্যান গত বছর এক কৃষ্ণাঙ্গ বালককে গুলি করে হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন।

২৯ বছর বয়সী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে আদালতে যুক্তি দেখিয়েছেন তার আইনজীবীরা।

এ মামলায় যুক্তরাষ্ট্রে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত ১০টার দিকে ছয় নারী বিচারকের প্যানেল এ রায় দেন।

রায় ঘোষণার পর বিচারক দেবোরাহ নেলসন জিমারম্যানকে বলেন, তিনি মুক্ত।

বিচারক বলেন, “আপনার মুচলেকার দরকার নেই। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আপনার জিপিএস মনিটর খুলে ফেলা হবে। আদালতের সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক নেই। ”

বিবিসি, আল-জাজিরা, রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছর নিরস্ত্র ১৭ বছর বয়সী ট্রাইভোন মার্টিনকে গুলি করে হত্যা করে জিম্যারম্যান।

আদালতের এ রায়ের তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। রায়ের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে আদালতের বাইরে ও ফ্লোরিডার রাস্তায় রাস্তায়। রায়ে মার্টিনের পরিবারের সমর্থকরা আদালতের বাইরে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে।

রাষ ঘোষণার সময় মার্টিনের পরিবার আদালতে উপস্থিত ছিলেন না। তবে টুইটারে তার বাবা লিখেছেন, “যদিও আমরা হৃদয় ভেঙে গেছে তবুও আমার বিশ্বাসের চ্যুতি ঘটেনি। ”

জারেড হামিল নামে মার্কিনি বলেন, “জনগণ কাঁদছে। এটি দেখালো যে বিচার ব্যবস্থার মেরুদণ্ড নেই। ”

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।