ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের তার বিরুদ্ধে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তিনি।
গত ১ মে পোশোয়ার উচ্চ আাদলত জেনারেল মোশাররফকে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে নিষিদ্ধ ঘোষণা করে রায় দেন। গত সংসদ নির্বাচনে তার মনোনয়নও বাতিল করে আাদলত।
মোশাররফের আইনজীবী বলেছেন, আবেদনে উল্লেখ করা হয়েছে সংবিধানে আজীবন নিষিদ্ধের কোনো অনু্চ্ছেদ নেই। তাকে মোশাররফকে) আজীবন নিষিদ্ধ করে উচ্চ আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে।
২০০৮ সালের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির কাছে হেরে যাওয়ার পর ওই বছরের ১৮ আগস্ট স্বেচ্ছায় নির্বাসনে বিদেশে যান তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে চার বছর কাটিয়ে ২০১৩ সালের ২৪ মার্চ পাকিস্তানে ফিরে আসেন সাবেক সেনাশাসক।
২০০৭ সালে বিচারকদের আটক, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের এপ্রিলে গ্রেফতারের কারাগারে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com