ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে শেষ হচ্ছে টেলিগ্রাম পরিষেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, জুলাই ১৪, ২০১৩
ভারতে শেষ হচ্ছে টেলিগ্রাম পরিষেবা

নয়াদিল্লি: ব্রিটিশ আমলের টেলিগ্রাম পরিষেবার ১৬০ বছরের পথ চলার ইতি ঘটতে চলেছে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টার পর থেকে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে টেলিগ্রাম পরিষেবা।



সোমবার থেকে আর টেলিগ্রাম পরিষেবা মিলবে না বলে জানিয়েছে বিএসএনএল। টেলিগ্রাম পরিষেবায় লোকসানের বোঝা ক্রমশ বাড়তে থাকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, টেলিগ্রাম থেকে বছরে ৭৫ কোটি টাকা আয় হলেও পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবা দিতেই খরচ হত ১০০ কোটি টাকা। মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার দ্রুত বিস্তৃতির সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল এ লোকসানের পরিমাণ।

১৮৫০ সালে প্রথম কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুতিন টেলিগ্রাফ পরিষেবা শুরু হয়। ১৮৫১ সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এ পরিষেবা প্রথম চালু করা হয়। সেই ১৬০ বছরের যাত্রা থমকে যাচ্ছে আজ রাত সাড়ে ন’টায়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।