আগরতলা (ত্রিপুরা): একদিকে ভারতীয় টাকার দামের অবমূল্যায়ন। অন্যদিকে রমজান মাস।
রোববার আগরতলার বাজারে ইলিশ বিক্রি হয়েছে ৮শ থেকে ১২শ টাকা কেজি দরে। পাঁচশ গ্রাম ওজনের ইলিশ ৮শ টাকা কেজি। ৬শ থেকে এক কেজির নিচে ইলিশ ৯শ থেকে হাজার বা এগারশ টাকা। আর এক কেজির বেশি হলেই দাম উঠছে ১২শ টাকায়।
আগরতলার প্রধান বাজার বটতলা মাছ বাজার। সেখানকার ব্যবসায়ী রফিক মিয়াঁ জানালেন ইলিশের দাম সংক্রান্ত তথ্য।
তার মতে, বাংলাদেশ থেকে ইলিশ আসছে কম। একে তো রমজান মাছ। ফলে বাংলাদেশে মাছ ধরা হচ্ছে কম। তার ওপর ভারতীয় টাকার অবমূল্যায়ন। ডলারের তুলনায় টাকার দাম কমছে হুহু করে। যার কারণে ভারতীয় ব্যবসায়ীরাও বাংলাদেশ থেকে কম মাছ আনছেন লোকসানের ভয়ে।
কারণ যাই থাকুক না কেন, সব মিলিয়ে ভরা বর্ষায় ত্রিপুরার বাঙ্গালিদের পাতে কিন্তু ইলিশ উঠছেই না। দামের প্রভাবে ইচ্ছা থাকলেও মানুষ কিনতে পারছেন না ইলিশ।
শুধু ইলিশ নিয়েই যে রাজ্যের বাজার গরম তা নয়। একই অবস্থা অন্য মাছের ক্ষেত্রেও। রাজ্যের মাছের চাহিদার বিরাট অংশ পূর্ণ করে বাংলাদেশ। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ থেকে মাছ আসা অনেকটাই কমে গেছে।
চাহিদার তুলনায় যোগান কম হওয়াতে অর্থনীতির স্বাভাবিক সংজ্ঞা মেনেই মাছের দাম বাড়ছে চড় চড়িয়ে। আর তাতে সাধারন মধ্যবিত্তের মাথায় হাত। মাছ ভাতে খাওয়াটাই যে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের।
গত কয়েক বছর আগে জাতীয় স্তরে একটি সমীক্ষা হয়েছিল। তাতে দেখা গেছে, ত্রিপুরার মানুষ গড়ে মাছ খান বেশি। দেশের অন্য প্রান্তের মানুষ বছরে যা মাছ খান তার তুলনায় গড়ে ত্রিপুরার মানুষ পাতে মাছ নেন একটু বেশি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৩
তন্ময়/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com