ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় বাড়লো পেট্রোলের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, জুলাই ১৫, ২০১৩
কলকাতায় বাড়লো পেট্রোলের দাম

কলকাতা: তেল বিপণন সংস্থাগুলি পেট্রোলের দাম লিটার প্রতি ১.৫৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় আগেই। তবে বর্ধিত দাম কার্যকর হয়েছে সোমবার ভোর থেকে।

রাজ্য সরকারের মূল্য সংযোজন কর ও অন্যান্য কর যোগ হয়ে কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৭৫ রুপিতে।

ডলার সাপেক্ষে রুপির দাম পড়ে যাওয়ায় অপরিশোধিত তেল আমদানিতে খরচ বেড়ে গেছে অনেকটাই। বেড়েছে অপরিশোধিত তেলের দামও। তার জেরেই তেল বিপণন সংস্থাগুলি লিটারে ১.৫৫ রুপি করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

ইন্ডিয়ান অয়েল করপোরেশন জানিয়েছে, সর্বশেষ যখন পেট্রোলের দাম বাড়ানো হয়, তখন ডলারের দাম ছিল ৫৮.৯৪ রুপি। এখন ওই বিনিময় দর বেড়ে হয়েছে ৬০.০৩ রুপি। ফলে, এখন বিদেশ থেকে প্রতি ব্যারেল (১১৯.২৪০৪৭১ লিটার) অপরিশোধিত তেল আমদানি করতে ভারতীয় তেল বিপণন সংস্থাগুলিকে খরচ করতে হবে সাত হাজার রুপির বেশি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।