ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুলাই ১৫, ২০১৩
ইরানে হামলার হুমকি ইসরায়েলের

ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে চলে গেছে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র হামলা চালাতে ব্যর্থ হলে ইসরায়েল হামলা চালাবে।



রোববার সিবিএস নিউজকে নেতানিয়াহু বলেন, “তারা (ইরান) চূড়ান্ত সীমা অতিক্রমের কাছে রয়েছে। তারা এখনও অতিক্রম করেনি। ”

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ ওয়াশিংটনের চেয়ে ইসরায়েলের হাতে খুব অল্প সময়ই রয়েছে বলে সিবিএস নিউজের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের ঘড়ির কাটা ভিন্ন গতিতে এগুচ্ছে। যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা অতি নিকটে রয়েছি। আমরা বেশি ক্ষতিগ্রস্ত। তাই ইরানকে থামাতে খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের আগে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। ”

উদারপন্থি ও সাবেক পরমাণু আলোচক হাসান রৌহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দেশটির পরমাণু কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য নেতানিয়াহুর। ৩ আগস্ট মাহমুদ  আহমাদিনেজাদের কাছ থেকে দায়িত্ব নেবেন রৌহানি।

ইরানের পরমা‍ণু অস্ত্র তৈরি কোনোভাবেই মেনে নেয়া হবে না-এটি রৌহানিকে স্পষ্টভাবে বোঝানোর জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।