ঢাকা: বাংলাদেশে বন্দি উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর এবং দুই বাংলাদেশি সন্ত্রাসী সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনকে ভারতের জেল থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে চূড়ান্ত উদ্যোগ নিতে যাচ্ছে দুই দেশের সরকার। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বন্দি বিনিময়কে প্রত্যাশা পূরণ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার ভারতের দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় পাতায় প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেন পত্রিকাটির এডিটোরিয়াল ডিরেক্টর প্রভু চাওলা। এর আগে এই খ্যাতনামা সাংবাদিক একই পত্রিকার এডিটর ইন চিফ ছিলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বন্দি বিনিময়ের বিশেষ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। একে একটি অর্জন হিসেবে দেখছে আওয়ামী লীগ।
বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ভারত বরাবরই একটি গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে মাথা না গলিয়ে দিল্লি বাংলাদেশের অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্র শক্তিশালী করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভূমিকা রাখা উচিৎ। ভারতেরও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন কাঁটা, যেমন- তিস্তার পানিবণ্টন, ছিটমহল, দুই সীমান্তবাহিনীর বিরোধ প্রভৃতি সমাধানে যা কিছু দরকার করা উচিত।
নিবন্ধে জানানো হয়, আগামী ১৮ জুলাই পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভারত সফরকালে বন্দী বিনিময় নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবেন। এ বিষয়ক বেশিরভাগ আনুষ্ঠানিকতা ইতোমধ্যে দুই দেশই সম্পন্ন করেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের এ সংক্রান্ত এজেন্ডা প্রস্তুত করতে ২৫ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির দিল্লি সফরে যাবেন।
এতে বলা হয়, ২০০৪ সালে শেখ হাসিনার একটি সমাবেশে হামলার বিচারের জন্য সুব্রত বাইন ও সাজ্জাদ হোসেনকে ফিরিয়ে আনছে ঢাকা। অন্যদিকে, উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া ও এর অর্থসচিব চিত্রাবন হাজারিকার সঙ্গে অনুপ চেটিয়াকে মুখোমুখি করতে চাইছে দিল্লি।
প্রভু চাওলা বলেন, ২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই বাংলাদেশে বন্দি ভারতীয় উগ্রপন্থী নেতাদের প্রতি কঠোর মনোভাব দেখায়। ২০০৯ সালের পর থেকে উলফার ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বড়ুয়া, স্বঘোষিত পররাষ্ট্র সচিব শাশা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের প্রধান রঞ্জন দৈমারি এবং গারো ইন্টারন্যাশনাল আর্মির প্রধান সি আর সাংমাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর