ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপচুনের নতুন চাঁদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, জুলাই ১৬, ২০১৩
নেপচুনের নতুন চাঁদের সন্ধান

ঢাকা: নেপচুনের নতুন চাঁদের সন্ধান পেলো নাসা। নাসার হিসেব অনুযায়ী এটি নেপচুনের ১৪তম চাঁদ।

হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণে ক্ষুদ্রকণার মতো এ চাঁদটি ধরা পরে। নেপচুনের সবচেয়ে ক্ষুদ্রতম এ চাঁদের বিস্তার প্রায় ১২ মাইল।

সূর্য থেকে অনেক দূরে নেপচুনের অবস্থান। নাসা জানিয়েছে, খালি চোখে দেখা সবচেয়ে অনুজ্জ্বল তারার চেয়েও ১০০ মিলিয়ন গুণ বেশি অনুজ্জ্বল এই নতুন চাঁদ S/2004 N1।

এসইটিআই ইন্সটিউটের মার্ক শোয়াল্টার নেপচুনের চারপাশে চাঁদ ও অন্যান্য জ্যোতিষ্কের ভ্রমণপথ নিয়ে পরীক্ষা করতে করতে নেপচুনের এ ১৪তম চাঁদ আবিষ্কার করে ফেলেন। তিনি যখন তার পরীক্ষা চালাচ্ছিলেন তখন নেপচুন থেকে ১০৫,২৫০ কিলোমিটার দূরে প্রথম তিনি এ চাঁদ দেখতে পান। এরপর ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত  হাবল টেলিস্কোপে এ চাঁদের দেড়শ’র বেশি তোলা ছবির মাধ্যমে শোয়াল্টার এ চাঁদের গতিবিধি লক্ষ্য করেন।

ধারণা করা হচ্ছে আবিষ্কৃত নতুন চাঁদটি প্রতি ২৩ ঘণ্টায় নেপচুনকে একবার প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ৮০১০, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।