ঢাকা: নেপচুনের নতুন চাঁদের সন্ধান পেলো নাসা। নাসার হিসেব অনুযায়ী এটি নেপচুনের ১৪তম চাঁদ।
সূর্য থেকে অনেক দূরে নেপচুনের অবস্থান। নাসা জানিয়েছে, খালি চোখে দেখা সবচেয়ে অনুজ্জ্বল তারার চেয়েও ১০০ মিলিয়ন গুণ বেশি অনুজ্জ্বল এই নতুন চাঁদ S/2004 N1।
এসইটিআই ইন্সটিউটের মার্ক শোয়াল্টার নেপচুনের চারপাশে চাঁদ ও অন্যান্য জ্যোতিষ্কের ভ্রমণপথ নিয়ে পরীক্ষা করতে করতে নেপচুনের এ ১৪তম চাঁদ আবিষ্কার করে ফেলেন। তিনি যখন তার পরীক্ষা চালাচ্ছিলেন তখন নেপচুন থেকে ১০৫,২৫০ কিলোমিটার দূরে প্রথম তিনি এ চাঁদ দেখতে পান। এরপর ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত হাবল টেলিস্কোপে এ চাঁদের দেড়শ’র বেশি তোলা ছবির মাধ্যমে শোয়াল্টার এ চাঁদের গতিবিধি লক্ষ্য করেন।
ধারণা করা হচ্ছে আবিষ্কৃত নতুন চাঁদটি প্রতি ২৩ ঘণ্টায় নেপচুনকে একবার প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ৮০১০, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com